নিজস্ব প্রতিবেদক :
ঢাকা শহরের অন্যান্য আবাসিক এলাকার মত মিরপুরের টোলারবাগ একটি আবাসিক এলাকা। হাইরাইজ বিল্ডিং সহ অনেক নামীদামি চাকুরীজীবি, ব্যবসায়ী বাস করে।রাস্তাঘাটে মোটামুটি তাই অনেকে টোলারবাগ কে মিরপুরের গুলশান বনানী অবহিত করে থাকেন। কিন্তু আলোর নিচে অন্ধকার। টোলারবাগ 3 নং গেটের সামনে খালের নিচে আগের কালভার্টটির যে ওয়াল ছিল তা না ভেঙ্গেই তার উপর দিয়ে রাস্তা মেরামত করা হয়।ফলে বৃষ্টি হলেই খালের পানি বাধাগ্রস্থ হয়ে ৩ নং গেট আশেপাশের এলাকা কোমর অব্দি পানিতে ডুবে যায়। এর জন্য স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসায় যাতায়াতসহ গাড়ি রিক্সা ভ্যান চলাচলে অবর্ণনীয় যানজটে জনজীবন বিষন্ন হয়ে পড়ে। ঘটে অহরহ দুর্ঘটনা। তদুপরি, টোলারবাগ ৩ নং গেটের দক্ষিণ দিকের খালের উপর কালভার্ট নির্মাণ করা আবশ্যক হয়ে পড়েছে। সর্বোপরি লালকুঠি বাজারের পূর্ব দিকে খালের উপরে টোলারবাগের মুষ্টিমেয় কয়েকজন লোক ওয়াল দিয়ে রাস্তাটা ব্লক করে রেখেছে। এ বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ প্রশাসনকে জানানো হয়েছে। সবাই আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জরুরী ভিত্তিতে জনগণের যাতায়াতে রাস্তা বন্ধ না রেখে নিজ দায়িত্বে টোলারবাগ বাগবাসীকে খুলে দিতে হবে। সেই সাথে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসনকেও অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সহযোগিতা কামনা করছে এলাকাবাসী।