ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন
ঢাকা ধামরাইয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহসপতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৯ টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস.এম কাওছার সুলতান।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চন্ডিদোয়ার গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আক্তার মিয়া (৪২) একই এলাকার আলমপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির(৫২)
পুলিশ জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কে কালামপুর বাসস্টান্ডে আরাফাত হোটেলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২৭-৯৯০১) দাড়ানো ছিল। পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটি কাছে গেলে মাদক কারবারীরা প্রাইভেটকার থেকে নেমে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। পড়ে পুলিশ দৌড়িয়ে গিয়ে তাদের আটক করে। এসময় প্রাইভেটকারে থাকা পাটের বস্তার ভিতর থেকে গেরুয়া রংয়ের কসটেপে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে প্রাইভেটকারটি সহ আসামীদের আটক করে থানায় নিয়ে আসে।
এস আই কাওছার সুলতান বলেন গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক (গাঁজা) বেচা কেনা করছে। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে একটি প্রাইভেটকার
ও ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক আটক করে থানায় নিয়ে আসি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে গেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।