
নিজস্ব প্রতিবেদক:
চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দয়াল কুমার বড়ুয়া নামক এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) পুলিশের গোয়েন্দা শাখার এক বিশেষ অভিযানে শহরের [ঢাকা ক্যান্টমেন্ট ] এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দয়াল কুমার বড়ুয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তরুণীটির সাথে যোগাযোগ করে। তারপর একটি ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নির্ধারিত একটি স্থানে ডেকে আনে এবং সেখানে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার পর ভুক্তভোগী পুলিশে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তিগত নজরদারির সহায়তায় পুলিশ অভিযুক্তের সন্ধান করতে সক্ষম হয়। এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, “ঘটনাটি খুবই নৃশংস। আমরা তদন্ত করে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চাকরি ও মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের শিকার করার মতো ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ সতর্কতা জারি করেছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির প্রস্তাবে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই না করে কোনো স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আরও তদন্ত চলছে।