
নিজস্ব প্রতিবেদক:
২৮/১০/২০২৫ তারিখ ১,৮০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব মো: রবিউল্লাহ এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ০৪:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন চাক্তাই এলাকায় অভিযানে আসামী ইছমত আরা (৩৪) কে ১,৮০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) ইছমত আরা (৩৪)(গ্রেফতার), স্বামী: জাহাঙ্গীর আলম, পিতা: মৃত আব্দু শুক্কুর, মাতা: মৃত রহিমা খাতুন , সাং: মহেষখালিয়া পাড়া, (আব্দু শুক্করের বাড়ি), ০২ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।