1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
Title :
জাহানারার অভিযোগ প্রসঙ্গে তামিম ইকবালের কঠিন হুশিয়ারী! তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল গাজীপুরের শ্রীপুরে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কোবে বাংলাদেশ সোসাইটি’র কমিটি গঠন ইমন সভাপতি ও সাইদুর সম্পাদক মনোনীত গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হাতে গরু ব্যবসায়ী খুন, স্বজনদের দাবি গুলি করে হত্যা বগুড়ার গাবতলীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান: ককটেল ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার বম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের মিরপুর জোনের ডিলারসহ কয়েকজনকে মারধর করে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা, থানায় অভিযোগ করলে উদ্ধার করে পুলিশ বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামরাইয়ে বিএনপির নেতার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাকা ছাড়া মিলছেনা ওষুধ,যে কমিনিউটি ক্লিনিকে

জাহানারার অভিযোগ প্রসঙ্গে তামিম ইকবালের কঠিন হুশিয়ারী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫ Time View
Bangladesh's ODI cricket captain Tamim Iqbal speaks during a press conference announcing his retirement from international cricket, in Chittagong on July 6, 2023. (Photo by Munir uz ZAMAN / AFP)

নিজস্ব প্রতিবেদক:

জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।

জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved