
নীলফামারী প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে নীলফামারী জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দিনভর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, বিএনএফ, বাসদ (মার্কসবাদী)সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।






উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণী ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নীলফামারীর চারটি আসনে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে শেষ দিন পর্যন্ত ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসনভিত্তিক হিসাবে নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ৭ জন, নীলফামারী-৩ আসনে ৪ জন এবং নীলফামারী-৪ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজও মনোনয়নপত্র জমা দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।