
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) কুড়িগ্রাম টাউনহল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের যৌথ আয়োজনে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক ইমাম, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার সম্মানিত মুহতামিমগণ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, গণভোটের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর এর সঞ্চালনায় এবং ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উপপরিচালক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে গণভোটকে সামনে রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুড়িগ্রাম, অধিনায়ক ২২ বিজিবি, কুড়িগ্রাম, জেলা আনসার কমান্ড্যান্ট, কুড়িগ্রাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা, কুড়িগ্রাম। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এজন্য প্রতিটি ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের গ্রহণযোগ্যতা ও প্রভাব অত্যন্ত বেশি। তাই গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ইমাম ও ওলামায়ে কেরামগণ মসজিদ, মাদ্রাসা ও সামাজিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে ভোটারদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।
সম্মেলন শেষে আয়োজকরা জানান, গণভোটের সফলতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সমন্বিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি গণভোট উপলক্ষে ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।