
ইত্তিজা মনির
বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ ইব্রাহিম এর তদারকিতে জনৈক মোঃ সোহরাব সিকদার(৬০) পিতা: ওয়াজেদ আলী শিকদার সাং: পূর্ব কেওরবুনিয়া, থানা: বরগুনা সদর এর বাড়িতে দস্যুতা সংগঠনের মামলার আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, ১ জনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ ও মামলার আলামত উদ্ধার করে বিজ্ঞ আদালতের নির্দেশে অদ্য ২৮/১/২০২৬ তারিখে উদ্ধারকৃত আলামত বাদীর নিকট হস্তান্তর করা হয়েছে । মামলার বাদী মোঃ সোহরাব সিকদার(৬০) তার অভিযোগে জানান যে, গত ১৫/০৫/২০২৫ তারিখ রাত ০৩ টার দিকে তার বাড়িতে সিঁধ কেটে অজ্ঞাত আসামিরা ঘরে ঢুকে আঘাত করে দস্যুতা সংঘটন করে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা ও মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে বরগুনা সদর থানার মামলা নং-৩১ তারিখ ১৬/৫/২০২৫ ইং-ধারা ৩৯৪ দ: বি: রুজু হয় । সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইউনুস ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম হাফেজ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অত্র মামলার ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী মোঃ মিলন সিকদার ওরফে রিপন শিকদার ওরফে সবুজ (৪৩), পিতা-মোঃ সোবাহান শিকদার, সাং-মির্জাগঞ্জ ৩নং ওয়ার্ড ২নং ইউপি থানা-মির্জাগঞ্জ জেলা-পটুয়াখালীকে
ইং-১৫/০১/২০২৬ তারিখ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেন ।পরবর্তীতে রিমান্ড মঞ্জুর হওয়াই রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্য মতে তার বসত ঘর হইতে বাদীর লুণ্ঠিত আলামত একটি HONOR X9b টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও তার দেওয়া তথ্য মতে আবার অভিযান পরিচালনা করিয়া গত ২৪/০১/২০২৬ তারিখ ডাকাত রমজান (২৬)কে বরিশাল হইতে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামী রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ হাকিম জমাদ্দার (৪৮)কে ইং-২৫/০১/২০২৬ তারিখ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ আদালতের আদেশে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ২৫/১/২০২৬ তারিখে ০৩(তিন) দিনের রিমান্ডে আনা হয়।
অদ্য ২৮/১/২০২৬ তারিখে বাদী সোহরাবের হাতে লুণ্ঠিত হওয়া মোবাইল ফোনটি প্রদান করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন । এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোঃ ইব্রাহিম ও তদন্তকারী কর্মকর্তা জনাব মোঃ গোলাম হাফেজ উপস্থিত ছিলেন ।

গ্রেপ্তারকৃত আসামীরা আন্ত: জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য । তাদের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অনেক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে ।জিজ্ঞাসাবাদে তারা অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা সহ ডাকাতির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য সরবরাহ করেছে ।বরগুনা জেলা পুলিশ ও ডিবি পলাতক ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখছেন ।