1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার তানোর ও বাঘা উপজেলা কমিটি ঘোষণা করা হয় রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ, যুবক গ্রেফতার গোবিন্দগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব  লাকু’র অকাল মৃত্যু বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে তরুণদের উত্থান রাজশাহীতে তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ রাজশাহী তানোর সদর অস্তে তানোর টু চৌবাড়িয়া রোড মালার মোড়ে পিকাবের সাথে মোটরসাইকেল সংঘর্ষ আহত সাকিব নামের ছেলে বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী, সতিন, জামাইয়ের ফাঁসি ধামরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে,খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আমতলীতে জমি জমা নিয়ে বিরোধে নারীসহ ১৩জনকে পিটিয়ে কুপিয়ে আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার সময় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৩ জনকে পিটিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে,উপজেলার পশ্চিমসোনাখালী গ্রামে আব্দুস সালামপ্যাদা গংদের সাথেএকই বংশের ইউছুফ প্যাদা গংদের সাথে সোনাখালী মৌজার জে এল নং ২৩এর খতিয়ান নং৩৬৫ এর ৩ একর ৮৮শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় ইউছুফ প্যাদা গংরাভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে দেশিয় সস্্র নিয়ে জমি দখল করতে যায়।এসময় আব্দুস সালাম প্যাদা গংরা জমি দখলে বাধা দিলে ইউছুফ প্যাদা গংরা মো.জাহিদুল (২৫)আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২) জুলেখা(৫০) আব্দুস সালাম প্যাদা(৬৫) জড়না বেগম (৩৭) শাহিনুর (২৭)কে বিরোধীয় জমিতে বসেই দেশীয় অ¯্রও লাঠিসোটা দিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায় ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে জাহিদুল (২৫) আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২)জুলেখা গুরুতর আহত হয়।এদের মধ্যে গুরুতর আহত জাহিদুল (২৫) কাওসার প্যাদা(৩০)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অপর পক্ষের দুধাল প্যাদা জানান,তাদের জমিতে তারা প্রবেশ করলে তার ভাইসহ ৫ জনকে মারধোর করে আহত করেছে আব্দুস সালাম প্যাদারা ।আহতরা হলেন, ইউছুফ প্যাদা (৫৫) হারুন প্যাদা (৪৫) জাহাঙ্গির প্যাদা (৪০) শাহাবুদ্দিন প্যাদা (৩৬)খোকন প্যাদা (১৯)আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃনিখিল চন্দ্র শীল বলেন আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম গুরুতর আঘাত পাওয়া গেছে।আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন,এবিষয় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved