
সম্পাদকীয় প্রতিবেদন ( ইসমাইল হোসেন সৌরভ)
চাকরি জীবনের তেত্রিশ বছরের পরিসমাপ্তি টানলেন ও ছাত্র-ছাত্রী অভিভাবক, সহকর্মীদের রাজকীয় বিদায় সংবর্ধনা গ্রহণ হলেন গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ফারুক। ৩০ শে ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক বৃন্দ, সহকর্মী শিক্ষক মন্ডলী,ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য বর্গ ।
বরগুনা জেলার ঐতিহ্যবাহী গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই তিনি অল্প দিনেই হয়ে উঠেছিলেন ছাত্র-ছাত্রীদের নয়নের মনি এবং একজন সুশাসক। স্কুলের ছেলে-মেয়েদের লেখাপড়া উন্নয়নের পাশাপাশি তিনি জোর দেন স্কুলের সার্বিক উন্নয়নের দিকে।
বিএসসি শিক্ষক হিসেবে তার সুনাম জেলা ব্যাপী ছড়িয়ে পড়ে। স্কুলে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলেও পরবর্তীতে তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন।
শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণ, খেলাধুলার পরিবেশ, সেনিটেশন ব্যবস্থা, হাইজেনিক পরিবেশ তৈরি করেন।একাডেমিক ফলাফলের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে জেলার ভিতরে অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়েছেন।জীবনে কিভাবে সফলতা ছিনিয়ে আনতে হয় তিনি তা আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন। তিনি শিখিয়েছেন নানা প্রতিকূলতায় কিভাবে জয় করতে হয়।সবাইকে অশ্রুসিক্ত নয়নে ভাসিয়ে বিদায়ের ঘন্টা বাজিয়ে তিনি গ্রহণ করলেন তার শিক্ষক জীবনের পরিসমাপ্তি।