1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা শেখ হেলাল-তন্ময়ের বিরুদ্ধে’ গ্রে’ফ’তা’র-০১ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃস্বার্থে মুক্তির দাবিতে জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নীলফামারী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান পিবিআই এর সহযোগিতায় বাক-প্রতিবন্ধী ফিরল পরিবারে ঈদুল আজহার তারিখ জানাল আমিরাত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃস্বার্থ মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে নীলফামারী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান জাতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ায় বরগুনায় দুই প্রাইমারী শিক্ষককে শোকজ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ অনুদানে কারচুপি করার অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীর কচুকাটা ইউনিয়ন চারালকাটা নদী থেকে দিনে রাতে বালু চুরির মহা উৎসব

চুয়াল্লিশটি রাজনৈতিক দল বনাম বিভাজন রাজনীতি- অথই নূরুল আমিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সাবেক ভারতবর্ষে রাজনীতির জন্ম হয়েছে প্রায় চারশত বছর এরকম হবে। তবে সেদিনের প্রতিটা রাজনীতি দলের একেকটা বিষয় ছিল। আর এই বিষয় গুলো ছিলো। মূলত একেকটা প্রথা বিরোধী। আর এই ধরনের বেশ কিছু প্রথা ছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানির। কিছু প্রথা ছিল রাজা বাদশাহ এবং নবাব আমলের। এছাড়া কিছু প্রথা ছিল সমাজের সমাজ পতিদের মন গড়া।
তাই যুগে যুগে ঐসকল প্রথা গুলো বিলুপ্তি করতে গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ‍্যে একটি করে জোট করা হয়েছিল। আর তারা ঐক‍্য ভাবে যুগে যুগে বিভিন্ন অসামাজিক বা ব‍্যক্তি স্বার্থ প্রথা গুলো আন্দোলনের মাধ‍্যমে রক্ত ক্ষয়ের বিনিময়ে বিজয়ী হয়েছিল। ইতিহাসে এখনো সেই সকল আন্দোলনের নেতানেত্রীদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

আজকের লেখার মুল উদ‍্যেশ‍্য হলো বাংলাদেশের নির্বাচন কমিশন স্বীকৃত চুয়াল্লিশটি রাজনৈতিক দল রয়েছে। এটা ভালো কথা নয়। পনেরো জনে মিলে যদি একটি রাজনৈতিক দল করে। আর এই দল করার পর তারা বিভিন্ন জোটে যাওয়ার চেষ্টা করে। এখানে শর্ত থাকে দলের সভাপতি সেক্রেটারি এই দুইজনকে দুইটা আসন দিতে হবে।
প্রিয় পাঠক পাঠিকাগণ সবসময় আমি রসিকতা করে কিছু লিখি আসলে এমনটাই নয়।
এই যে চুয়াল্লিশটি রাজনৈতিক দল তার মধ‍্যে চল্লিশটি দলই তারা কোনো না কোনো জোটে আছে। ছোট দলগুলার চাওয়া কিন্তু খুব বেশি নয়। দুইটা চারটা অথবা ছয়টা সংসদীয় আসন চায়। তাদের দলের যেন দুই চারজন এমপি সংসদে থাকে। ওদের খুব সামান্য অদক্ষ কিছু কর্মী আছে। যেমন ধরুন জাতীয় প্লেসক্লাবের যেকোনো অডিটোরিয়ামে দেড়শ লোক হলেই রুমটা অনেকটাই ভর্তি দেখা যায়। আমার প্রশ্ন হলো এই ধরনের ছোট রাজনৈতিক দলগুলার জন্ম হয়েছে আসলে কার স্বার্থে?
জনগণের স্বার্থে? নিশ্চয়ই না।
জনগণের স্বার্থের দলগুলো জনগণের কাছে যাবে জনগণের কথা বলবে। সেটা কৃষক শ্রমিক এমনকি আমজনতা হতে পারে।
আমাদের দেশের ছোট চল্লিশটি রাজনৈতিক দল নিয়ে যদি বলি তাহলে বলব সারা বাংলাদেশ নয়। জনগণের দাবি নিয়ে সেটা, তিন দফা, পাঁচ দফা, সাত দফা হতে পারে।
এই ধরনের একটি পোষ্টার করে সমগ্র ঢাকা সিটিতে ওয়ালে দেয়ালে লাগিয়ে প্রচার করতে যে পরিমাণ টাকার দরকার। শুধুমাত্র সেই পরিমাণ টাকাও কিন্তু তাদের নেই।
অনেকের অফিস পযর্ন্ত নেই। তারা আট দল বারো দল পনেরো দল বাইশ দল এরকম লিয়াজোঁ করে একটি করে জোট রয়েছে। আসলে এটা কি ধরনের রাজনৈতিক দল। ওরা কার স্বার্থে করছে এগুলো যা এই লেখকের জানা নেই।
দেখা যাক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার কি ভূমিকা কে কত আসন পাবে খুব শিঘ্রই জাতি জানতে পারবে।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং