গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বিকালে নিজ বাসবভনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী মোঃ মাহাবুর রহমান।
এসময় তিনি বলেন, তার পিতা নবাব আলী ২৪ শতাংশ জমি ক্রয় করে। যার দলিল নং ৬০৫৪/৫৮ ও ৫৩১৮/৫৮। পরবর্তীতে তার মা কবলা খরিদ মূলে দখলদার হন।
তারা দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসাকালে সম্প্রতি সময়ে উক্ত জমি দখলের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিপক্ষ মশিউর রহমান তিতু গংরা।
তারা যেকোন মহূর্তে জমি দখল করে বড় ধরনের ক্ষতি করতে পারে।
তাই ভুক্তভোগী মাহাবুর রহমান সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ মাহাবুরের ভাই, মোঃ মহসিন মিয়া, বোন মোছাঃ মুন্জুরী বেগম, পারুলী বেগম, বোন জামাই মোঃ সায়দার মিয়া, নজিব উদ্দিন, মোঃ মোজাম্মেল হক প্রমুখ।