মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম ভক্তদের মহরম পর্বের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই টঙ্গির ঘাট এলাকা থেকে এ মিছিলটি বের হয় পরে সরকারপাড়া, মুড়াপাড়া, উপজেলা, সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। তারা বলেন অসত্য অন্যায় অধর্মের বিরুদ্ধে আমরণ যুদ্ধ করিয়া হযরত ইমাম হোসেন (রাঃ)স্বপরিবারে কারবালার ময়দানে শহীদ হইয়াছিলেন। উক্ত স্মৃতি স্বরণার্থে রূপগঞ্জে ইমাম ভক্তরা মহরমের মিছিল বের করেন। শহরের বাঠিই মুড়ী শাহী মঞ্জিলের পীর হযরত হারুন শাহ্ এর নির্দেশে প্রতি মহরমে মিছিল বের করেন। হযরত হারুন শাহ্ এর শাহজাদা মোহাম্মদ আজাদ ইবনে হারুন (আজাদ মিয়া) এর খেলাফত প্রাপ্ত পীর আব্দুল হালিম শাহ্, হযরত রাসুল( সাঃ) এর আহলে বয়াত পাক পাঞ্জাতনের প্রতি সম্মানে মোহাব্বতে
শোক জ্ঞাপন করিয়া আব্দুল হালিম শাহ্ এর নিজ বাড়ি টঙ্গীর ঘাট হইতে মুড়াপাড়া বাজার, সরকার পাড়া, প্রদক্ষিণ করে এ মিছিল তার নিজ বাড়িতে সমাপ্তি ঘোষনা করেন। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন আল হাসান (সেলিম), আল হোসেন (সুমন), আবু সালে ভূঁইয়া, মনির, বাচ্চু ফরাজী, রনি আরিফ, বাবু, মাহবুব, জাহাঙ্গীর, জহুর আলী প্রমুখ।
পরে মিসিল শেষে বক্তারা বলেন পাক পাঞ্জাতন না হলে দুনিয়া হতো না এ পাক পাঞ্জাতনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাই সালামের দৈহিত্র ইমাম হাসান ইমাম হোসেন ছিলেন অন্যতম মহামানবদের মাঝে দুজন। তাই এই মহামানবদের স্মরণে প্রতি মহরম মাসেই আমরা একটি মিছিল বের করি এবং তাদের স্মরণে পাক পাঞ্জাতনের বিষয়ে মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আল্লাহপাক রাব্বুল আলামিন সকলকে পাক পাঞ্জাতনের নিয়ম অনুসারে চলার তৌফিক দান করুন।