বিনোদন ডেক্স
আকাশ মাহমুদের স্বপ্ন পূরণ করলেন জিএমসি সোহান ও আশিক মাহমুদ বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী আকাশ মাহমুদ। বাংলাদেশের গানের ভুবনে নতুন বিস্ময় এর নাম আকাশ মাহমুদ। এই তরুণ সংগীতশিল্পীর সকল গানই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। ‘পিরিত ভীষণ জ্বালা’ গানের সাফল্যের পর সম্প্রতি এ প্রজন্মের তরুণ নির্মাতা জিএমসি সোহান ও আশিক মাহমুদ’র পরিচালনায় ফের নতুন গানের মিউজিক ভিডিওতে আকাশ মাহমুদ।গত বছরের শুরুর দিকে আকাশ মাহমুদের ‘পিরিত ভীষণ জ্বালা’ গানের মিউজিক ভিডিও জিএমসি সোহান ও আশিক মাহমুদের পরিচালনায় গানটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। তারপরপরই তারা সিদ্ধান্ত নেয় আবারও দর্শকদের উপহার দিবেন এমন একটি গান যা দর্শকদের আবারও মন ছুঁয়ে যাবে। কিন্তু সকলের সময়ের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আগামী ২৯ জুলাই আসছে আকাশ মাহমুদের স্বপ্নের গান ‘হেরেছি তোমার ভালোবাসার কাছে’।হেরেছি তোমার ভালোবাসার কাছে’ শিরোনামের গানটির কথা লিখেছেন দীপঙ্কর নাথ বিজয়। গানটির সুর করেছেন নাফিজ তানভীর। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।
গানটির মিউজিক ভিডিওর ভিডিও নির্মাণ করেছেন জিএমসি সোহান ও আশিক মাহমুদ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, আকাশ মাহমুদ, তমা, শুভ, সাজ্জাদ সেজু সহ আরও অনেকেই। গোপালগঞ্জের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে।গানটি প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, এই গানটি আমার ড্রিম প্রজেক্ট। কারন আমি সব সময় ফোক গান নিয়ে কাজ করেছি। মূলত সব ধরনের কাজ করতে ভালবাসি, কিন্তু ফোক গান দর্শক আমার কাছ থেকে নিয়েছে বেশি।অনেকদিন ইচ্ছা ছিল ফোক গানের বাহিরে গিয়ে নতুন কিছু কাজ করব। তারই ধারাবাহিকতায় সোহান ভাই যখন আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসে তখনই আমার ভালো লেগে যায় এবং আমি করতে রাজি হয়ে যাই। যদিও ভিডিওতে সেভাবে থাকার ইচ্ছা ছিল না আমার মনে হচ্ছিল যে এই গানের মিউজিক ভিডিওতে যে চরিত্রটা প্রয়োজন সেটা আমি সম্ভবত পারবো না, কিন্তু সোহান ভাইয়ের জোর করা ও আমার বড় ভাই আশিক মাহমুদের সাহস দেওয়াতে করতে রাজি হয়ে যাই। অডিওতে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি। আমি খুব আশাবাদী গানটা নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে।
গানটি সম্পর্কে মডেল অভিনেত্রী তামান্না সুলতানা তমা বলেন-যখন আমি গানটি শুনি এবং মিউজিক ভিডিওর জন্য আমাকে বলা হয়।তখন আমি এক বাক্যে রাজি হয়ে যাই।এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিশিয়ান আকাশ মাহমুদ যখন আমাকে নিয়ে প্রিয়তমার আসনে বসানোর সুযোগ করে দেন তখন থেকেই আমার ভালোলাগা কয়েক গুন বেড়ে যায়।গানের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সহযোগিতায় ভালো একটা কাজ দর্শকদের উপহার দিতে পারবো বলে আশাবাদী।ভবিষ্যতে যাতে আরও ভালো কাজ উপহার দিতে পারি দোয়া করবেন। গানটি প্রসঙ্গে জিএমসি সোহান বলেন, প্রায় এক বছর ধরে অল্প অল্প করে সাজানো হয়েছে যাতে দর্শকদের ভালো লাগে। অনেকবার সংশোধন করা হয়েছে অবশেষে আমরা চূড়ান্ত আউটপুট প্রস্তুত করেছি। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা এমন গান তৈরি করেছি যা আকাশের কন্ঠে এইরকম গান আগে কেউ কখনো শোনেনি। আকাশকেও দর্শক নতুন করে দেখবে বা জানবে যে, সে এধরনের গান করতে পারে। আমি এবং আশিক মাহমুদ ‘পিরিত ভীষণ জ্বালা’ মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলাম, যা দর্শকদের অসংখ্য ভালোবাসা পেয়েছিলাম। আবারো আমরা একসঙ্গে কাজ করতেছি। আশা করি এবারও দর্শক ভালবাসায় আমাদের সিক্ত করবে।গানটি বিষয়ে আশিক মাহমুদ বলেন “সচরাচর আকাশ মাহমুদকে সবাই যেভাবে দেখেন, এই গানটিতে তাকে একটু অন্য ভাবে দেখা যাবে। তবে আকাশ মাহমুদের অধিকাংশ দর্শক যেহেতু বিরহ-বিচ্ছেদ প্রেমী, তাই তাদের কথা চিন্তা করেই গানটি করা হয়েছে। আশা করি তারা নিরাশ হবেন না।