মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন নাশকতা মামলার আসামিসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ৩০শে জুলাই সকালে পৌর সদরের ঝিকরা গ্রামের জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ আশিকুর রহমান বিপু (৫৫), দেয়াড়া গ্রামের নজরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের আমজাদ হোসেনকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। অপর অভিযানে জিআর মামলার পলাতক আসামী ঝিকরা গ্রামের মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।