নাঈম ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে ওয়ালিদ আলম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওয়ালিদ আলম পশ্চিম চাতল এলাকার বদরুল আলমের ছেলে।পারিবারিক সুত্রে জানা যায়,শনিবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যাক্ত একটি নর্দমা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর আগে খেলাধুলার সময় দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে তাকে মৃত ভাসতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পারিবারিক সুত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন