আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে মঙ্গলবার গাইবান্ধায়
দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতেই সরকারি ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয়
পতাকা অর্ধনমিত ও পৌরপার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় পৌর পার্ক থেকে শোক র্যালিতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ
সুপার মো. কামাল হোসেন ও অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,
স্বেচ্ছাসেবক লীগ, জাসদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, গাইবান্ধা প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, প্রবীন হিতৈষী, জেলা পরিষদ কর্মচারি ফেডারেশন, গাইবান্ধা জেলা রেজিষ্ট্রেশন পরিবার ও সদর সাব রেজিস্টার দপ্তর এবং দলিল লেখক
সমিতি, বিকশিত পল্লী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, অধ্যক্ষ
প্রফেসর মো. খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার
মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি প্রমুখ।
এছাড়া গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন
কর্মসূচি পালন করে। জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পিয়ারুল ইসলাম, আমিনুর জামান
রিংকু, মাহাবুব আলম কোর্ট, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু,
সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, ওমর ফারুক রুবেল, কামাল
হোসেন প্রমুখ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল
আলম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রেজাউল ইসলাম, প্রবীন হিতৈষীর সহ-সভাপতি ফরহাদ হোসেন, মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান দুদু, মাহফিল হোসেন, খায়রুজ্জামান, মুফতি মো. যোবায়ের আহমেদ প্রমুখ।