এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত জেলে রাসেল হাওলাদার (২২) এর লাশ তার কবর থেকে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ আগষ্ঠ) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাসেল চরব্যারেট এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ঘটনার ২ দিন পর রাসেল এর লাশ উদ্ধার করে চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়।
ঘটনার সত্যতার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আলকাস মোল্লার কাছে জানতে তার মোবাইল ফোনে একাধিক বার কল করলে তিনি রিসিভ না করায় কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এব্যাপারে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এব্যাপারে আমার জানা নেই এবং কেউ কোনও অভিযোগও করেনি।########
(১৯/৮/২০২৩)