গাইবান্ধা প্রতিনিধি:
২১ আগস্ট সোমবার বিকেলে সদরের কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জহুরুল হক এর সভাপত্বিতে ও বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবির। আরো উপস্থিত ছিলেন ঘাগোয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জালাল উদ্দীন রুমী, মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, লাবলু মিয়া রিকু বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ সভাপতি ,খন্দকার তানভির আহম্মেদ সহ সদরের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।বক্তারা বলেন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা আরো বলেন যে, বিরোধী মত দমনে ঘৃণ্যতম এক অপচেষ্টা নেওয়া হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। এটা পরিষ্কার যে ওই নৃশংসতম ঘটনার সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের যোগসাজশ ছিল। একথা তো পরিষ্কার যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন বিএনপি-জামায়াত সরকার প্রকৃত অপরাধীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ।