আরিফ হোসেন মোল্লা, বরগুনা:
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ পরিবর্তন প্রকল্পের জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভা মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাক্তার মোঃ শামসুদ্দোহা প্রমুখ।
শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ পরিবর্তন প্রকল্পের শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ ও চর্চা বিষয়ক জরিপ ফলাফল অবহিতকরন ও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতাসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ পরিবর্তন প্রকল্পটি বরগুনা জেলার পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ। কারিগরি সহযোগিতায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।