নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপি’র সাবেক এমপি মরহুম মজিবুর রহমান মুন্জুর সুযোগ্য সন্তান মুস্তাফিজুর রহমান মামুন’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন কর্মসূচিতে কিশোরগন্জের বাজিতপুর উপজেলায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী)আসনের বিএনপি’র সাবেক এমপি মরহুম মজিবুর রহমান মুন্জু’র বাজিতপুর সদরে নিজ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বাজিতপুর উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম, সোহেল মাহমুদ, শরিফুল হক নাদবী চৌধুরি,কৃষকদলের যুগ্ন আহ্বায়ক শাহিনুল আলম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শামিমুল হক সোহেল ও যুবদল, ছাত্রদল,কৃষকদলের নেতৃবৃন্দসহ
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিটি নিজ কার্যালয় থেকে শুরু করে বাজিতপুর পৌর এলাকায় প্রধান প্রধান জায়গায় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।