মুন্সী ফরহাদ হোসেন, মাদারীপুর :জেলা প্রতিনিধি
বাংলাদেশের উন্নয়নের রোলমডেল শেখ হাসিনা, তাই দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।
শনিবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ভূরঘাটা NHW হতে কোটালিপাড়া RHD ভায়া আশ্রম ও শশিকর জিসি সড়কের আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে নৌকা প্রতীক দিবেন তার হয়ে তিনি নিজে জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে কাজ করবেন। এসময় তিনি উপস্থিত জনগণকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
কাজী হিমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিন মোল্লা।