এম আকন্দ (স্পেশাল রিপোর্টার).
রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবরের মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গতকাল শনিবার দুপুরে ডিএমপির কার্যালয়ে এই চিঠি পৌঁছানো হয়।
বিএনপির একটি সূত্র বলছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ের একজন স্টাফ মহাসমাবেশের অনুমতি চেয়ে করা চিঠি ডিএমপির কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
১৮ অক্টোবরের সমাবেশ থেকে ঘোষিত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’
শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পর সেখানে এক সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। নতুন করে নয়, আগেই আমরা কর্মসূচি ঘোষণা করেছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার ঢল নামবে। মহাযাত্রা শুরু হবে।’
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শনিবার চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ২৮ অক্টোবর সরকারের পতনযাত্রার যে ঘোষণা দিয়েছে বিএনপি, তা তাদের নিজেদেরই পতন ডেকে আনবে। গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল তারা। সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিল। এবারও সরকারের বিরুদ্ধে পতনযাত্রা যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে ডুবে যাবে।