আহমেদ হোসাইন ছানু,নিজস্ব প্রতিবেদক:-
ইসলামী গণতান্ত্রিক পার্টির এবং প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বলেন, সরকার পরিবর্তন এবং সরকারে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই । বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি আরো বলেন, সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে নেজামে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘সংঘাত সংঘর্ষ নয়, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এম এ আউয়াল এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামাত ২০১৩ -১৪ সালের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। গত (২৮ অক্টোবর) আবার জ্বালাও পোড়াও যে চিত্র দেখলাম তাতে মনে হচ্ছে তারা আরও হীংস্র হতে পারে। কিন্তু তাদের সন্ত্রাস ও ধ্বংসাত্নক কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ অবশ্যই রুখে দাড়াবে। গোলটেবিল বৈঠকে উল্লেখিত বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান আলোচক ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব এবং প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক সাবেক পিপি এডভোকেট মো. নূরুল ইসলাম খান।তিনি মূল প্রবন্ধে বলেন,অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সাধারন জনগনের জানমালের ক্ষতি গ্রস্থ করার অধিকার রাজনীতিকদের নেই।যেভাবে পুলিশ হত্যা করা হলো তা কোনোভাবেই কাম্য নয়। নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মুফতি আহসান উল্লাহ সালামীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ আজাদী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিসানউদ্দিন প্রধান,জনতার কথা বলে এর চেয়ারম্যান মুহাম্মদ নাঈম হাসান, ন্যাশনাল আওয়ামী পার্টি- ভাসানী সভাপতি স্বপন কুমার সাহা, জাতীয় লীগ এর সভাপতি মোঃ জলিল, বাংলাদেশ জনতা ফ্রন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু আহাদ আল মামুন (দ্বীপু মীর), প্রমুখ।