টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার আ.লীগের সহ-সভাপতি ও হংকং এর সাবেক সভাপতি, টাঙ্গাইল ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ (লিটন) এর নেতৃত্ব বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড এর সামনে এ সমাবেশ শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে।
এসময় উপজেলা আ.লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ লিটন বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যেভাবে দেশের মানুষের জান মালের ক্ষতি করছে এবং মানুষের চলাচলের বিঘ্ন তৈরি করতেছে তার প্রতিবাদে এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজকের এই শান্তি সমাবেশ এর আয়োজন করা হয়েছে।আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের লক্ষ্যে বিএনপি জামায়েত উন্নয়নের লক্ষ্যে অবরোধ না করে করছেন নিজেদের সার্থে। ষড়যন্ত্র করে বাংলাদেশের সকল মানুষের জানমালের ক্ষতি করছেন এবং বিএনপি জামাত নিজেদের স্বার্থের জন্য কক্টেল আগুন জালিয়ে মানুষকে ভোগান্তিতে রেখেছে। বিএনপি জামায়াত কখনোই শান্তি সমাবেশ আন্দোলন করে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ষড়যন্ত্র ও নৈরায্য করে তারা নিজেদের স্বার্থে ক্ষমতায় আসতে চাই। এইসব অবরোধ আটকাতেই আমরা আজকে প্রতিবাদে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রর জন্যই আমাদের এই শান্তি মিছিল ও সমাবেশ।