মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা:
দ্বাদশ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকা ফজলে রাব্বী মিয়ার কন্যা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। দলীয় মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফারজানা রাব্বী বুবলির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, যুবলীগের সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ আওয়ামী লীগ প্রমুখ।