বরগুনা প্রতিনিধি:
উপকূলীয় স্বেচ্ছাসেবী ও দাতব্য সংগঠন ইকো( অর্গানাইজেশন ফর এডুকেশন, ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ) এর আয়োজনে বরগুনা সদরের পায়রা নদীর পাড়ের লিলাবতী পর্যটন কেন্দ্রে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন এর আয়োজন করা হয়। সংগঠন এর নতুন কার্যকরী পরিষদ এবং আগামী ২০২৪ সালের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। পরবর্তীতে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এ হাসের মাংস এবং রুটি পিঠার আয়োজন করা হয়।