মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা:
আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় সাঘাটা -ফুলছড়ি- সংসদীয় গাইবান্ধা -৫ আসনের নির্বাচনী মাঠ উত্তপ্ত, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে লড়াই করছেন তার সংসদীয় আসন ধরে রাখতে। থেমে নেই সাবেক এমপি ফজলে রাব্বী মিয়ার কন্যা ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলি।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও প্রয়াত বাবা সাবে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলের রাব্বী মিয়া ‘র অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে ট্রাক মার্কায় নির্বাচন করবেন এমন খবরে জেগে উঠেছে ভক্ত সমর্থন।
গত ১৯ তারিখে প্রতীক নির্বাচনের পর থেকে নির্বাচনী মাঠ যেন ভক্ত সমর্থন নেতাকর্মীদের দিয়ে কানায় কানায় ভর্তি, চলছে সভা সমাবেশ সহ উঠান বৈঠক চাওয়া হচ্ছে ভোট দেয়া হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি।
তবে সাঘাটা-ফুলছড়ি ‘র চা দোকান থেকে শুরু করে সকলের মুখে রয়েছে ফারজানার রাব্বি বুবলির নাম। অনেকেই বলছেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলের রাব্বী মিয়া ছিলেন ফুলছড়ি সাঘাটার জনপ্রিয় নেতা,বাবা ও স্বামীর ইমেজকে কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে আছেন রাব্বি কন্যা বুবলি।
অন্যদিকে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী হিসেবে দুই উপজেলার নেতা কর্মীদের সমন্বয়ে নির্বাচনী মাঠে রয়েছেন গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার । তার জায়গা থেকেও তিনি রয়েছেন সক্রিয় অবস্থানে,
সাঘাটা-ফুলছড়ি সাধারণ জনগণ বলছেন তিনজন প্রার্থীই হেভিওয়েট সম্ভবত ত্রিমুখী লড়াই হবে,
তবে শীর্ষে রয়েছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানার রাব্বি বুবলি। অনেকেই বলছেন সাঘাটা-ফুলছড়ির মাটি প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ঘাটি হিসাবে পরিচিত, এই আসন থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন । ভক্ত সমর্থকদের দিক দিয়েও এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী বুবলি আগামী ৭ই জানুয়ারি নতুন নেত্রিত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে ফারজানার আব্বা বুবলি’র হাতে ক্ষমতা চাচ্ছেন ট্রাক মার্কার কর্মী সমর্থকেরা।
জেলার সদরের নিকটবর্তী ফুলছড়িতে ৭ টি ও সাঘাটা উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গাইবান্ধা-০৫ আসন। মোট ৩ লাখ ৬২ হাজার ৮৮৭ জন। নারী ভোটার ১৮২২৬৯ জন ও ১৮০৬১৭ জন পুরুষ ভোটার এ আসনে তাদের ভোট প্রয়োগ করবেন।
এবার নৌকা, নাঙ্গল, বিকল্পধারাসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন । এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আতাউর রহমান সরকার ও বিকল্পধারার কুলা প্রতীকে লড়ছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম,স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে ফারজানা রাব্বি বুবলি এবং ঈগল প্রতীকে ভরতখালী ইউপির সাবেক চেয়ারম্যান শিতল।