এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ মোঃ মিলন হাওলাদার নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২শে জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এর মিজান স্টোর এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মিলন হাওলাদার (৩৭), পিতা-মৃত লাল মিয়া হাওলাদার, মাতা-মৃত পরী ভানু, সাং-রতনদী ইটবাড়িয়া, ২নং ওয়ার্ড, গলাচিপাকে আটক করে।
এসময় পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে সাদা রংয়ের ০৫টি এয়ারটাইট জিপার, প্রতিটি জিপারের মধ্যে ১০০ পিচ করিয়া সর্বমোট ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।