হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক:
জেলা পুলিশ মাগুরার আয়োজনে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় মাগুরা জেলা পুলিশ ব্যাডমিন্টন ক্লাব মাঠে “পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার)। টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় দূর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন পুলিশ সুপারের কার্যালয় টিম এবং রানার্সআপ হন জনি ও তার দল। খেলায় জয়লাভের পর চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং রানার্সআপ দলের খেলোয়াড়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ৪ উপজেলার অফিসার ইনচার্জ মাগুরা সদর থানা ওসি মোঃ মেহেদী রাসেল, শালিখা ওসি নাসির উদ্দীন, ট্রাফিক পুলিশ টিআই ওসি কাওসার সহ মাগুরা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।