1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ ডাকাত গুলি ও ইয়াবাসহ আটক অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক’কে হত্যার বর্ণনা দিলেন আসামি পাইকগাছায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান – ২০২৪ মাগুরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬ রংপুরে ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রী সহ প্রেমিক’কে হত্যা করে স্বামী পলাতক বরগুনায় রাষ্ট্রদ্রোহের মামলায় চেয়ারম্যান গ্রেফতার দশমিনায় বৃদ্ধকে মারধর করে পানিতে চুবিয়ে মারলেন ছেলে পক্ষের সালিসকারীরা

দুনিয়ার মাতাল মানুষেরা বনাম ভালোবাসা দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭ Time View

অথই নূরুল আমিন

আনুমানিক চার হাজার বছরের লেখালেখির ইতিহাসে গভীর থেকে গভীর প্রেম ভালোবাসার ইতিহাস খুব জোরালো ভাবে পাওয়া যায়। যদি ও লাইলী মজনু, শিরি ফরহাদ, রজকিনী কালিদাস, দেবদাস পার্বতীসহ নানারকম প্রেম কাহিনি আমাদের ভারতবর্ষের জনগণের মুখে মুখে মুখরোচক আলোচনায় ভরপুর আছে।

আসলে বিগত চার হাজার বছরের ইতিহাসে এর চেয়েও কঠিন থেকে কঠিন প্রেম ভালোবাসার ঘটনা ঘটেছে অহরহ। প্রেম ভালোবাসার পক্ষে বিপক্ষে যুগ যুগ ধরে যুদ্ধ হয়েছে। রণক্ষেত্র হয়েছে। অনেক প্রেমিক বা প্রেমিকার নিরপরাধ পিতা মাতাকে অন‍্যায় ভাবে কষ্ট দেয়া হয়েছে। জেল জরিমানা মৃত্যুদণ্ড সহ আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।

এই প্রেমের জন‍্য রাজা রাজ‍্য ছেড়েছে। এক দেশ থেকে অন‍্য দেশের বাসিন্দা হয়েছে। প্রেমের উল্কা হাওয়ায় যুগে যুগে মানুষেরা মাতাল হয়েছে। এখানে কিছু বেরসিক দল এই প্রেম ভালোবাসার আজীবন বিরোধীতা করে আসছে।
তবে ধর্মীয় বিধানের দোহাই দিয়ে যারা ভালোবাসা দিবসের বিরোধীতা করছে। ওরা হীনমনা। ওদের মগজ ধোলাই করা।
ওরা জানেই না। পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচাইতে বেশি ভক্ত রয়েছে। ঐ ভালোবাসা দিবস পালনের জন‍্য। এখানে কেউ প্রকাশ‍্যে কেউ গোপনে কেউ মনে মনে।

ভালোবাসা দিবস পালনের ভক্তরা হলো কুড়ি বছর থেকে মৃত্যুর আগ পযর্ন্ত পৃথিবীর প্রতিটা নর নারী ভালোবাসা দিবস পালন করে।

ধর্ম হচ্ছে মনের বিলাপ। মানুষ পৃথিবীতে যেমন আগে এসেছে। তেমনি সকল ধর্মের আগে মানব মানবীর মাঝে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারও সহস্র বছর পর থেকে ধর্ম আবিস্কার শুরু হয়। এবং মানুষের জন‍্য সবচেয়ে ভালো মতভিন্নতার কারনে শতবার ধর্ম পরিবর্তন হয়েছে। ধর্মীয় বিধান বহুবার কাটসার্ট হয়েছে। কিন্তু প্রেম ভালোবাসার জন‍্য কষ্ট করে কারো কোনো বিধান সৃষ্টি করতে হয়নি।

প্রেম ভালোবাসা হলো মানব জনমের জীবন্ত এক তরী। যাকে চালাতে গিয়ে যেমন কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকারোক্তি বা স্বীকৃতির প্রয়োজন হয়না। এমনকি কোনো বিদ‍্যাপিঠ থেকে তা শিখেও নিতে হয়না। প্রেম ভালোবাসা ধনী গরিব এমনকি ভবঘুরে মানব মানবীর জীবনেও আসে।
আমার এই কলামে আজকে ভালোবাসা দিবসকে পৃথিবীর সবচাইতে বড় এবং প্রয়োজনীয় দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছি।
অনেকেই ফেসবুকে পোষ্ট দিচ্ছে ভালোবাসা দিবস মানে না। ভালোবাসা দিবস ভালো না। ভালোবাসা দিবস ইসলাম পছন্দ করে না।
আমি বলি ওরা মুর্খ নয়তো জারজ। ওরা জানেই না সারা বিশ্বের মাত্র সাতাইশ ভাগ মানুষ ইসলাম ধর্মের। তাহলে বাকিরা কি ওদের এই কাকুতি মানবে? না মানবে না। পৃথিবীর কোনো ধর্মেই কোনো জাতির ব‍্যক্তি চেতনাকে হরণ করার ক্ষমতা দেয়া হয়নি।
জয় হউক ভালোবাসা দিবসের। জয় হউক সকল ভালোবাসার। ভালোবাসার জয় থেকে জয়ী হউক মানবতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং