ইত্তিজা হাসান মনির,বরগুনা প্রতিনিধি:
জলিল ফকির একটি মামলা সংক্রান্ত ব্যাপারে ১.৫০০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জমা রাখে নাসির মজলিশের কাছ। টাকা চাইতে গেলে আজ কাল বলে ঘোড়াতে থাকে মেম্বার নাসির মজলিশ। ঘটনার দিন জলিল ফকির শালিশের জমা টাকা ফেরত চাইতে গেলে নাসির মেম্বার হাতে ধরিয়ে দেয় গ্যাসের ট্যাবলেট। জলিল ফকির সেই ট্যাবলেট খেয়ে মারা যায়।
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী উইনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির মজলিশ উরবুনিয়া গ্রামের জলিল ফকিরের একটি মামলায় শালিশ করে দিবে বলে ১.৫০০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জমা রাখে দুই মাস আগে. কিন্তু নাসির মেম্বার শালিশ ও করেনি আর টাকাও ফেরৎ দেয়নি ঘটনার দিন সকালে জলিল ফকির টাকা চাইতে গেলে ইউপি সদস্য নাসির মজলিশ টাকা না দিয়ে কয়েকটি গ্যাস ট্যাবলেট হাতে ধরিয়ে দিয়ে বলে এগুলো খেয়ে মরে যাও টাকাও দিতে পারব না আর শালিশ ও করতে পারবনা।
জলিল রাগে ক্ষোভে গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায়।এলাকাবাসী ইউপি সদস্য নাসির মেম্বারে ফাঁসির দাবীতে মানববন্ধন করেন। শত শত সাধারন মানুষ নাসির মেম্বারের বিরুদ্ধে ঝাড়ু মিছিলে অংশ গ্রহন করেন। নাসির মেম্বারের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে জলিল ফকিরের প্রবাসী স্ত্রী বলেন আমার স্বামীকে নাসির মেম্বার গ্যাস ট্যাবলেট হাতে দিয়ে মরতে বলেছে আমি নাসির মেবারের ফাসি চাই।
নাসির মেম্বারের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে খুকু (২৩)স্বামী মামুন নামের এক নারী বলেন আমার কাছ থেকে ১৫০০০/- (পনের হাজার টাকা নিয়েছে গর্ভকালীন ভাতা দিবে বলে ভাতা ও পাইনি আর টাকাও ফেরৎ দেয়নি। রাসেল (২৫) নামের একজন বলেন আমাকে গরু ও ভাসা জাল দেয়ার কথা বলে টাকা নিয়েছে গরু ভাসা জাল কিছুই পাইনি, সলেমান (৩৫) নামের একজন বলেন আমার কাছ হতে গরু ভাসা জালের কথা টাকা নিয়েছে টাকা চাইতে গেলে আমাকে হুমকি দেয়।সেতারা নামের একজন প্রতিবন্ধির ভাতা দিবে বলে টাকা নিয়েছে দীর্ঘদিন ঘুরেও ভাতাও পায়নি টাকাও পায়নি। এক নারী সদস্য বলেন চল্লিশ দিনের কাজ লেবার না নিয়ে ভেকু দিয়ে চার দিনেই শেষ করেছে। মাটি কেটেছে ওয়াপদার সাধারন মানুষ ওয়াপদা কাটতে নিষেধ করলে তাদেরকে ভেকুর নীচে পিষে ফেলার হুমকি প্রদান করেছেন এই নাসির মজলিশ মেম্বার।
এলাকার মানুষ বলেন নাসির মেম্বারের পরিবারের সবাই জামাত শিবিরের লোক নিজের অন্যায় ঢাকার জন্য আওয়ামীলীগ সেজেছে।
এ ব্যাপারে নাসির মেম্বার এর সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।