মোঃ রেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ভাষা শহীদদের রক্ত বৃথা যায়নি”জব্বার, রফিক, বরকত ,সালাম” আমরা তোমাদের ভুলিনি,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
রক্তেভেজা অমর ২১শে ফেব্রুয়ারি।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানান আয়োজনে দিবসটি পালন করছে সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।
নীলফামারী জেলা সহ সকল উপজেলায় দিবসটি পালিত হয়
এরই ধারাবাহিকতায়।
নিবেদন করেন নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে।
উপস্থিত ছিলেনঃ বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)”র নীলফামারী জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ কমরেড প্রশান্ত কর্মকার, জেলা কমিটির সদস্য কমরেড আঃ রউফ, জেলা কমিটির সদস্য কমরেড মনোয়ার হোসেন,সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।