মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি-
খুলনার পাইকগাছায় ৫ টি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার চাঁদখালী ইউপির সাহাপাড়া গ্ৰামে পুলিশ অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো ৫ টি গাঁজা গাছ উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মোঃ নাজমুল সরদার (২৮), একই গ্রামের মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯)। থানা ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, আটককৃতরা এলাকায় মাদক ব্যবসায়ায় জড়িত। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।