কাতার প্রতিনিধি -মোস্তাক আহমেদ বাপ্পি
৪ এপ্রিল ২০২৪ইং – কাতার রাজধানী দোহা-নাজমা “সুক আল হারেজ মার্কেট এর আল মাহান্নাদী গ্রুপের আয়োজনে- ইফতার ও দোয়া মাহফিল করা হয়।
মো:মুফিজুল ইসলাম এর পরিচালানায়,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
সি আই পি এনাম, আল-মাহান্নাদী গ্রুপ-কাতার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্টদূত – নুজরুল ইসলাম।
বিষেশ অতিথি ছিলেন বিমানের কান্টি ম্যানাজার-কামাল আহমেদ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রধান সচিব মোঃ নাছির আহমেদ সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
প্রধান বক্তা- দেশ থেকে আগত পীরে কামেল হযরত মাওলানা “আবুল কাশেম নুরী সাহেব পবিত্র মাহে রমজান এর ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া করেন।
চট্রগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী, রাউজান সমিতির সভাপতি এম হারুন মিয়া, সাধারন সম্পাদক উসমাস গনি চৌধুরী, মো:মহিন চৌধুরী, মো:ফজলে কাদের। এছাড়াও ইফতারে অংশ গ্রহন করেন,বিপুল সংখ্যাক বাংলাদেশিদের সাথে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তানের বিভিন্ন দেশের মুসলিম জনগণ।
পরিশেষে, ইফতার পূর্ব মূহুর্তে মোনাজাতে মো:বেলাল আহমেদ আল-মাহান্নাদী গ্রুপের মঙ্গল কমনা সহ সকল মুসলিম কমিউনিটির জন্য দোয়া কামনা করেন।