মোঃ আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খেপুপাড়া জুতা পট্টি এলাকায় গৌরবোজ্জ্বল ৯৯ এর অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, ডাক্তার গোলাম কিবরিয়া হিমু, প্রভাষক ও গণমাধ্যমকর্মী মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল্লাহ আল নাছের, মোঃ আলমগীর হোসেন, ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরবোজ্জ্বল ৯৯ এর সাধারণ সম্পাদক মোঃ শামিম গাজী। দোয়া ও ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় গৌরবোজ্জ্বল ৯৯ এর সকল সদস্যদের মতামত অনুযায়ী মোঃ ফিরোজ আলমকে প্রধান সমন্বয়কারী, মোঃ মনিরুল ইসলাম (শিক্ষক) সমন্বয়কারী সার্বিক, মোঃ শামিম গাজী সাধারণ সম্পাদক, মোঃ মশিউর রহমান লিটু সমন্বয়কারী অর্থ, মোঃ জব্বার সরদার সমন্বয়কারী প্রোগ্রাম, মোঃ মনিরুল ইসলাম সমন্বয়কারী প্রচার, চয়ন কুমার সমন্বয়কারী অফিস। আগামী ২০২৪-২০২৫ সালের এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।