তোফায়েল আহমেদ
ধামরাই উপজেলা প্রতিনিধি
গতকাল ১৭ ই এপ্রিল সকাল ৭ টায়
ঢাকার ধামরাইয়ের কুশুরা
বাজার থেকে ছেড়ে আসা
গ্রাফিক্স টেক্সটাইলের ওয়ার্কার
বাস মানিকগঞ্জ জ-০৪-০০১৮
বাসনা বাজারের নিকট পৌছালে গাড়ীর টায়ার রড বিচ্ছিন্ন হয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে
পড়ে যায় এতে চালক সহ প্রায়
২৫ থেকে ৩০ জন শ্রমিক আহত
হয়। আহতদের প্রথমে কালামপুর
বাজার পপুলার ডায়াগনষ্টিক
সেন্টার এন্ড হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায় সকাল
আনুমানিক ৭.৩০ দিকে হঠাৎ
একটি শ্রমিক বাস খাদে পড়তে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে
আহতদের উদ্ধার করে
হাসপাতালে পৌছে দেয়। খবর
পেয়ে আহতদের স্বজনরা
হাসপাতালে ছুটে আসে।
এবিষয়ে গ্রাফিক্স টেক্সটাইলের
সহকারী এডমিন মোঃ হান্নান
দৈনিক বিজনেস ফাইল
প্রতিবেদককে জানায়, আমরা
দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে পৌছাই এবং আহত
শ্রমিকদের নিকটস্থ হাসপাতালে
চিকিৎসার ব্যবস্থা করি, যারা
গুরতর আহত হয়েছে তাদের
উন্নত চিকিৎসার জন্য ফ্যাক্টরীর নিজস্ব পরিবহন দিয়ে মানিকগঞ্জ কর্ণেল মালেক হাসপাতালে
স্থানান্তর করা হয়। আহত শ্রমিকদের চিকিৎসার
ব্যয়ভার অফিস কর্তৃপক্ষ বহন
করবে বলেও জানান তিনি।