নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ কতৃক নির্দেশিত,SDG বাস্তবায়নে ১০ দিনে – ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে,সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়েজ আহমেদ নিজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন এর নেতৃত্বে প্রায় ২ শত নেতাকর্মী নিয়ে বৃক্ষরোপন করেন।
বিভিন্ন রকমের গাছের মধ্যে আম,কাঠাঁল,পেয়ারা সহ বিভিন্ন রকম কাঠ জাতীয় গাছ রোপন করেন।এই সময় বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে দিকনির্দেশনা দিতে দেখা গেছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন,আমাদের বৃক্ষরোপণ চলবে।আমরা আশা করি এই গাছ গুলো বড় হয়ে আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের ফুল, ফলের চাহিদা পূরন করে,তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের রক্ষা করবে।
দেশে বর্তমানে ১৭% বনায়ন রয়েছে যেটি ২৫% প্রয়োজন।আমরা আশাবাদী বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচি বাস্তবায়ন হলে এই শতকরার পরিমান কিছুটা হলেও বাড়বে।
উল্লেখ্য বিগত কিছু দিন যাবত দেশের তাপমাত্রা ৩৬-৪২° সেলসিয়াস এ উঠানামা করছে।দেশে তিব্র তাপপ্রবাহের জন্য বাংলাদেশ সরকার ৩ দিনের হিট এলার্ট জারি সহ শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছেন।