প্রতি বছরের ন্যায় এবারও কাতার প্রবাসী বাংলাদেশি জনগণ কাতার এর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামায আদায় করে।
কাতারের প্রতিটি মসজিদে একই সময়ে ঈদুল আজহার নামাজ সকাল ৪:৫৭ মিনিটে অনুষ্ঠিত হয়।
হাজারো 🇧🇩 বাংলাদেশি ধর্ম প্রাণ মুসলমান দলেদলে নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে ভিড় জমায়।
নামাজ শেষে মোনাজাত এর পর একে অপরের সাথে কোশল বিনিময় করেন।
ঈদ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
ঈদ – মোবারক
ঈদের দিন টি বিভিন্ন দেশের মুসলিমদের মতো বাঙালী মুসলমানের মনে আনন্দ বয়ে আনে।
বহু নেতাকর্মী ও চাকরি জীবি ও সাধারণ মানুষ ঈদের নামাজে অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে কাতারে বহু বাংলাদেশি জনগণ প্রত্যেকের সামার্থ্য অনুযায়ী গরু,ছাগল কুরবানী দেয়।