মোঃ মনিরুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশের সহিংসতায় ঘটনায় ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা কোভিদ ফকির। বিএনপি নেতা জামিনে আনন্দ মিছিল করেছেন দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান আজ মঙ্গলবার ৭ই আগস্ট জামিনের এই আদেশ দেন। এই তথ্য জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমতলী সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি জালাল আহমেদ ফকিরের নেতৃত্বে আমতলী ফেরিঘাট থেকে হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিল দিয়ে চৌরাস্তা হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা শেষে শান্তি মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় রাস্তার দুই পাশে সাধারন পৌরবাসীদের বিএনপি নেতারা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
শান্তি মিছিল শেষে চৌরাস্তায় এসে সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি মামুন, বিএনপি নেতা মকবুল খান,বিএনপি নেতা কামরুজ্জামান হিরু,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জসিমউদদীন ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মুসা মোল্লা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জান রুমি,৭নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল ইসলাম টিটু ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু সাঈদ জুবারী,যুবদল নেতা নাজমুল হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সহ হাজার হাজার নেতা কর্মীবৃন্দ।
বিএনপিপন্থী আইনজীবী বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে আজ যাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল তাদের জামীন মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য ২৮জুলাই রবিবার সন্ধ্যায় আমতলী উপজেলার মিঠুন আবার ক্লিনিকের সামনে থেকে সাবেক যুবদল সভাপতি, পৌর বিএনপির আহবায়ক কবির ফকিরকে বরগুনা ডিবি পুলিশ আটক করেন।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয় আন্দোলন শুরু করে গত ৩০ শে জুলাই পর্যন্ত ১৪ দিনে সারাদেশে ১০ হাজার ৪৩১ জন গ্র গ্রেফতারের তথ্য গেছে। এরমধ্যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির বলেন,দেরযুগ ধরে আওয়ামী দুঃশাসনের মামলা হামলা উপেক্ষা করে আন্দোলনে সাধারন জনতার বিজয় হয়েছে। তাই এই অর্জনকে ধরে রাখতে সকল নেতাকর্মীদের
ধৈর্য্য ধারন করার আহ্বান করেন।