মিরপুর প্রতিনিধি :
রাজধানী মিরপুরে নিজ এলাকায় ফিরলেন বীর মুক্তিযোদ্ধা বাদশাহ ভাষানী।
গত শুক্রবার বিকাল ৪.৩০ মিঃ সময় দীর্ঘ পাঁচ বছর পরে নিজ এলাকায় ফিরলেন বীর মুক্তিযোদ্ধা বাদশাহ ভাষানী, তিনি মটর সাইকেল শোডাউনে স্লোগান নিয়ে এলাকায় প্রবেশ করেন। কেন তিনি এলাকায় থাকতে পারেননি প্রশ্নে তিনি দৈনিক বিডি ক্রাইম টাইমসকে বলেন- আমি এই এলাকায় মুক্তিযোদ্ধ চলাকালীন যুদ্ধ করেছি, মিরপুর মুক্ত হয়েছিল ১৬ ই জানুয়ারী, আমার সাথে যুদ্ধ করেছে কাউন্দিয়ার মমিন কমান্ডার, আমাকে মোবাইল ফোনে দলীয় লোক, বিভিন্ন প্রশাসনের লোক হুমকী দেয়ায় আমি ভয়ে বাঁচার জন্য আমার স্ত্রী – সন্তানদের রেখে আমার প্রিয় বসবাসরত নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হই।
তিনি আরো বলেন আমি এরশাদের শাসনামলে তিন শত টাকা,খালেদা জিয়ার সময় পাঁচশত টাকা ভাতা পেতাম, আমার ভাতার টাকাটাও ২০০৯ সাল থেকে বন্ধ করে দেয়া হয় বলে দুঃখ প্রকাশ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ৭১’এর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মেজর জিয়ার জেড ফোর্স, গ্যারিলা বাহীনির তিন তিনটি সেক্টরের সার্ব কমান্ডার। এলাকা সমূহের মধ্যে ২ নং সেক্টর ঢাকা বিভাগ, ৮নং সেক্টর ফরিদপুর ও যশোর অঞ্চল, ৯ নং সেক্টর খুলনা বিভাগ,ও বরিশাল অঞ্চলের দায়ীত্ব পালন করেন।