আলমগীর কবির :জেলা প্রতিনিধি
গাইবান্ধা সাঘাটা উপজেলায় প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে
মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক নারী, জানা জায় ওই নারী গাইবান্ধা, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন এর সাকোয়া ওয়ার্ডের রেলওয়ে কলোনীর শ্রী বাবু বাসফোর মেয়ে বন্যা বাসফো।
কোট এ্যাফেডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে মোছাঃ সাদিকুনাহার বন্যা নামকরণ করে, ৩১-০৮-২৪ ইং তারিখে গাইবান্ধা সদর থানার তিরমহনি দক্ষিণ হরিণ সিংহা গ্রামের মরহুম আব্দুর সালামের পুত্র সুমন খন্দকার এর সহিত ৫ লক্ষ টাকা দেনমোহরে, ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।