বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা বিক্রি করার সময় দিল মুহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরে তাকে পুরানো একটি মামলায় জেলে পাঠানো হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পেছন থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চবির সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিয়মিত পরিদর্শন করে আসছি। সেই সুবাদে আজ সন্ধ্যায় খবর পেয়ে কলা ঝুপড়িতে যাই। সেখানে যাওয়ার খবর পেয়ে আগেই কয়েকজন পালিয়ে যায়। শুধু দিল মুহাম্মদ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছি। পরে তাকে পুরানো একটি মামলায় জেলে পাঠানো হয়েছে।