মোঃ মনিরুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলায় আজ আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঞ্চালনায় স্থানীয় মৎস্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস কর্মকর্তা মোঃ মহসীন,চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখার সভাপতি মো.মনিরুল ইসলাম,উপজেলা মেরীন ফিশারিজ অফিসার অলিউর রহমান,ফিল্ড ফ্যাসিলেটর হিমেল আহমেদ।
এছাড়া আমতলী বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের
তামিম তাং,ফাতিমা তুজ জোহরা মৈতি, নিরজনা,ইনজামাম উল হক আবিদ, মোবাস্সের রেদোয়ান ফরহাদ, তরিকুল আব্দুল্লাহ।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলবে।
সভায় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।