হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক :
মাগুরার মহম্মদপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। উপজেলার বালিদিয়া গ্রামের মাঠপাড়া এলাকায় আল আমিন শেখ (২৬) নামে আপন চাচাতো ভাইকে কুপিয়ে খুন করেছে সোহেল শেখ নামে আরেক চাচাতো ভাই।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের শামসু শেখের ছেলে। এ ঘটনায় আরও দুজন গুরুতর হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রীর সঙ্গে তারই চাচাতো ভাই সোহেলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি আল আমিন জানতে পারলে সোহেলকে বারবার নিষেধ করে আসছিল। কিন্তু সোহেল তার পরও আল আমিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।
বিষয়টি সোহেলের কাছে শুনতে গেলে সোহেল ও আল আমিনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ঘর থেকে দেশীয় অস্ত্র রামদা এনে আল আমিনকে কুপিয়ে জখম করে। এ সময় আল আমিনসহ স্থানীয়রা বাধা দিলে তাদের কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সোহেল পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন শামসু শেখ ও নওশের শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপস্) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারী সোহেলকে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল ঘটনা জানা যাবে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, হত্যাকারী সোহেল তার পরিবারের সদস্যদের নিয়ে মাগুরা জেলা ত্যাগ করার উদ্দেশে পালিয়ে যাচ্ছিল। কিন্তু হত্যার পর পরই পুলিশ শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে তাকে আটক করে।