এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার কনকদিয়া বাজারে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়ার নেতৃত্বে বাজার তদারকি অভিযান চালানো হয়।
অভিযানে নিউ লাইফ মেডিকেল কে ১০০০০/০০ (দশ হাজার), কাইয়ুম স্টোর কে ৩০০০/০০(তিন হাজার), আলাউদ্দিন মেডিকেল কে ৪০০০/(চার হাজার) সহ ০৬টি প্রতিষ্ঠান কে ২৩০০০/০০(তেইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে প্রশিকিউশন হিসেবে এ এম এম শাহাবুদ্দিন স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বাউফল পটুয়াখালী উপস্থিত ছিলেন।