এম জাফরান হারুন::
‘আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পড়লেও দরজা খুলেন না। এভাবে হলে চলবে না বলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-২ আসন বাউফলের বিএনপির সাবেক এমপি শহিদুল ইসলাম তালুকদার।
তিনি বাউফল থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, কার পোস্টার কে ছিড়েছে তার কোন হদিস নেই। আপনি ছেড়া পোস্টারের ছবি আমার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে খুঁজে বের করুন, শাস্তি দিন। সে আমার লোক হলেও আপত্তি নেই।
তিনি আরও বলেন, আমাকে একা মনে করবেন না। আমার সাথে বাউফলের সাধারন জনগন আছে। আমার কাছে টাকা নেই, কিন্ত ভালোবাসা আছে। আমাকে তারা ভালোবাসে বলেই আজকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার (৮ই জানুয়ারি-২৫) বাউফল পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহন হাওলাদারের সভাপতিত্বে বিকাল ৪টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
বিএনপির সাবেক এমপি আরও বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেধ ভুলে এক হতে হবে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কোন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি নেই। আপত্তি তখন আসবে যখন আপনারা পক্ষপাতিত্ব করবেন। আপনারা হলুদ সাংবাদিকতা করবেন না। তা হলে পরিণতি ভালো হবে না।
এসময় জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের উত্তরসূরি রায়হান তালুকদার আকাশ।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ গিয়াস উদ্দিন, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ। বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি করেন।
জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আসতে থাকলে একপর্যায়ে পাবলিক মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।