তপন দাস, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে মাটি কাটার কর্মসূচিতে সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার (১২মে) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে খাতামধুপুর ইউনিয়নের মাটি কাটা কর্মসূচির সুবিধাভোগীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে খাতামধুপুর ইউনিয়নের প্রায় শতাধিক মাটি কাটার কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় ৮নং ওয়ার্ডের শাল্টিবাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুবিধাভোগী মোছাঃ সাথী বেগম বলেন, খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মেরিনার স্বামী ফজলার রহমান ও ৮নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুল মান্নান আমাদের মাটি কাটার কর্মসূচি থেকে বাদ দিয়ে নতুন লোকজনকে অর্থের বিনিময়ে নিচ্ছে। আমাদের দোষ কোথায়, আমরা গরিব মানুষ আমরা প্রশাসনের নিকট এর ন্যায় বিচার চাই।
এদিকে খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মেরিনার স্বামী ফজলার রহমান বলেন, প্যানেল চেয়ারম্যান এবং ইউ’পি সচিব তারা মাটি কাটার কর্মসূচিতে নতুন লোকজন নেয়ার জন্য মাইকিং করছে তাদের সাথে কথা বলেন। অর্থের বিনিময়ে লোকজন নেয়ার সম্পর্কে তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে তিনি জানান।