1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
Title :
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তানোর উপজেলা নেতৃবৃন্দ নিয়ে অংশগ্রহণ এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন পাইকগাছার তালতলা-গোয়ালবাথানে ৩ হাজার তালগাছ রোপন উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান ভূমি অফিসে চাকরি করে অবৈধভাবে কবরস্থান দখলের অভিযোগ রাজশাহী তানোর পৌরসভা ৪ নং ওয়ার্ড গুবিরপাড়া রাস্তায় মানুষ দুর্ভোগে ভুগছেন রাজশাহী তানোর রাজনীতির মাঠ গোছাচ্ছেন তানোর সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিক পরিষদের ব্যানারে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৯ Time View

নাঈম গাজীপুর:

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় সারাদেশের মতো গাজীপুর সদর উপজেলা ও নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।

আজ ৮ই আগস্ট রোজ: শুক্রবার সকাল ১১ টায়, গাজীপুর সদর উপজেলা হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের ব্যানারে ‘মব ভায়োলেন্স থামাও’ ও ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’ এই দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” তারা আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।” মানববন্ধনে গাজীপুর সাংবাদিক পরিষদের মোঃ মোজাহিদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সবুজ ভাই এর সঞ্চালনায় কবি,লেখক ও গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্য ও গণমাধ্যমের ওপর বর্বর আঘাত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি।’তিনি তুহিন হত্যার দ্রুত তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান। শাহান সাহাবুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

বক্তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সময়ের কন্ঠস্বর এর প্রতিনিধি, মোঃ আলমগীর হোসেন, মুবি বাংলার প্রতিনিধি মোঃ হৃদয় হাসান— প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved