
ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে ঢলুয়া ইউনিয়নের দলীয় নেতা কর্মী মতবিনিময় সভায় জনতার জনসমুদ্র সভায় পরিনিত হয় ২৪ অক্টোবর ২০২৫ বিকাল ৪টায় সমায় 
প্রধান অতিথি।জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা,আহবায়ক, বরগুনা জেলা বিএনপি ও সদস্য, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি,বিশেষ অথিতি,জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব, বরগুনা জেলা বিএনপি,জনাব ফজলুল হক মাস্টার ১ম যুগ্ম আহবায়ক, বরগুনা জেলা বিএনপি সভাপতিত্বে,জনাব মোঃ আমিনুল হক হাওলাদার সাবেক সভাপতি, ৭নং ঢলুয়া ইউনিয়ন বিএনপি এসময় দলীয় নেতা কর্মী তাদের ফুলে মালা দিয়ে বরন করে নেন, প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমানের ৩১ দফ বাস্তায়ন করে জেলা থেকে উপজেলা, ইউনিয়ন এমনকি প্রতিটা ওয়ার্ড গ্রামকে উন্নান করা হবে।
আওয়ামী এদেশকে খুন গুম আয়না ঘড় তৈরি করেছেন, শিক্ষিত সমাজ কে ব্যাকার ও কর্মহিন করেছেন,এদেশে বর্তমান উপদেস্ঠা আগামী দিনে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিবে বলে আশা করেন।এসময় ছাএদল, যুবদল, সেচ্ছাসেবক দল শ্রমিক দল,ও মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।